Friday, July 22, 2011

MOBILE DOWNLODE


Monday, July 4, 2011

world's most 10 powerful supercomputer



সেরা ১০ সুপার কম্পিউটার
সুপারকম্পিউটার! শুনতেই অন্যরকম একটা অনুভূতি জাগে। ইস! আমার যদি একটা সুপারকম্পিউটার থাকতো।
 জীবনে কোনদিন পি সি হ্যাং হতো না। অনেকের মনেই জেগে ওঠে এরকম ইচ্ছা।
 বস্তুত এই মুহূর্তে আমরা যে সব পারসোনাল কম্পিউটার ব্যবহার করছি তা এক সময় সুপার কম্পিউটার ছিলো।
 এমনটা হওয়াও অস্বাভাবিক নয় যে, আজকের সুপার কম্পিউটার আকারে ৰুদ্রতর হয়ে একসময় ল্যাপটপে পরিনত হবে।top500.com
 এর দীর্ঘ দিনের চলমান গবেষনায় প্রকাশ পাওয়া বিশ্বের সেরা দশ সুপার কম্পিউটার এর বিভিন্ন টেকনিক্যাল দিক তুলে ধরা হলো 
 ১. তিয়ানহি
সিস্টেমঃ তিয়ানহি ১এ
সাইটঃ ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টার, তিয়ানজিন
ব্যবহার ৰেত্রঃ গবেষনা
মেমোরীঃ ২২৯৩৭৬ জি.বি
প্রসেসরঃ ইন্টেল ইএম৬৪টি জেয়ন এঙ্ ৫৬, ২৯৩০ মে.হা.(১১.৭২ গিগা. ফ্লপস), ১৮৬৩৬৮ কোর, জিপিইউঃ এনভিডিয়া
স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
২. জাগুয়ার
সিস্টেম মডেলঃ ক্রে এঙ্টি ৫-এইচই
সাইটঃ ওএকে রিজন্যাশনাল ল্যাবরেটরি
প্রসেসরঃ এএমডি এঙ্ ৮৬-৬৪ অপ্টেরন ৬ কোর, ২৬০০ মে.হা.(১০.৪ গিগা ফ্লপস), ২২৪১৬২ কোর,
স্থাপিতঃ ২০০৯ , অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৩. নেবুলাই
সিস্টেম মডেলঃ ডাওনিং টিসি ৩৬০০ বেস্নড সিস্টেম সাইটঃ ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টার, শেনঝেন (এনএসসিএস)
ব্যবহার ৰেত্রঃ গবেষনা
প্রসেসরঃ ইন্টেল ইএম৬৪টি, জেয়ন এঙ্ ৫৬, ২৬৬০ মে.হা. (১০.৬৪ গিগা ফ্লপস) ১২০৬৪০ কোর, জিপিইউঃ এনভিডিয়া টেসলা
স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৪. সুবেমি ২.০
সিস্টেম মডেলঃ ক্লাস্টার পস্ন্যাটফর্ম এসএল ৩৯০এস
সাইটঃ জিএসআইসি সেন্টার, টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজী
ব্যবহার ৰেত্রঃ গবেষনা
প্রসেসরঃ ইন্টেল ইএম৬৪টি, জেয়ন এঙ্ ৫৬, ২৯৩০ মে.হা. (১১.৭২ গিগা ফ্লপস), ১২০৬৪০ কোর জিপিইউঃ এনভিডিয়া
স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৫. হপার 
সিস্টেম মডেলঃ ক্রে এঙ্ই৬
সাইটঃ এনইআরএসসি
ব্যবহার ৰেত্রঃ গবেষনা
প্রসেসরঃ এএমডি এঙ্ ৮৬-৬৪ অপ্টেরন ১২ কোর, ২১০০ মে.হা.(৮.৪ গিগা ফ্লপস), ১.৫৩৪০৮ কোর,
স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৬. টেরা ১০০
সিস্টেম মডেলঃ সুপারনোড, এস ৬০১০/৬০৩০
সাইটঃ কোম্মিসারিয়াত এ এল'এনার্জি অটোমিক (সিইএ)
কোর সংখ্যাঃ ১৩৮৩৬৮
ব্যবহার ৰেত্রঃ প্রতিরৰা
স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৭ . রোড রানার
সিস্টেম মডেলঃ বেস্নডসেন্টার কিউএস২২ ক্লাস্টার সাইটঃ এলএএনএল
প্রসেসরঃ পাওয়ার এঙ্ সেল ৮আই, ৩২০০ মে.হা. (১২.০০গিগা ফ্লপস), ১২২৪০০ কোর
জিপিইউঃ অপ্টেরন ডিসি
স্থাপিতঃ ২০০৯
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৮. ক্র্যাকেন এক্সটি ৫
সস্টেম মডেলঃ ক্রে এঙ্টি৫-এইচই
সাইটঃ ন্যাশনাল ইন্সটিটিউট ফর কম্পিউটেশনাল সাইন্সেস, ইউনির্ভাসিটি অব টেন্নেসি
ব্যবহার ৰেত্রঃ গবেষনা
প্রসেসরঃ এএমডি এঙ্ ৮৬-৬৪ অপ্টেরন ৬ কোর, ২৬০০ মে.হা.(১০.৪ গিগা ফ্লপস), ৯৮৯২৮ কোর, স্থাপিতঃ ২০০৯
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স।
৯. জুগেনি 
সিস্টেম মডেলঃ ব্লুজিনি/পি
সাইটঃ ফরচুংসজেনট্রাম জুয়েলিক (এফ জেড জে) ব্যবহার ৰেত্রঃ গবেষনা
প্রসেসরঃ পাওয়ার পিসি ৪৫০, ৮৫০ মে.হা. (৩.৪ গিগা ফ্লপস), ২৯৪৯১২ কোর,
স্থাপিতঃ ২০০৯
অপারেটিং সিস্টেমঃ সিএনকে/এসএলইএস৯
১০. সাইলো 
সিস্টেম মডেলঃ ক্রে এক্সই৬
সাইটঃ এসএনএল
ব্যবহার ক্ষেত্রঃ গবেষনা
প্রসেসরঃ এএমডি এক্স ৮৬-৬৪ অপ্টেরন ৮ কোর,
২৪০০ মে.হা.(৯.৬ গিগা ফ্লপস), ১০৭১৫২ কোর, স্থাপিতঃ ২০১০
অপারেটিং সিস্টেমঃ লিনাক্স            

                        BY

about mouse

মউসে যদি  ভালো মত কাজ না করে অথবা হটাতে নষ্ট হই তাহলে কি করবেন
নিচের কাজ গুলো করুন তাহলে দেকবেন আপনির  কিবোর্ড মাস আর মত কাজ করছে 

 Left-Alt + Left-Shift + Num-Lock শেষ 



এখন  windows button and Control button এর  majher key Mouse এর  right button এর মত কাজ করে।